IQNA

তুরস্কের লাইব্রেরীতে দৃষ্টি প্রতিবন্ধীর প্রাচীন কুরআন উপহার

22:09 - March 28, 2017
সংবাদ: 2602802
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দৃষ্টি প্রতিবন্ধী 'মোস্তাফা জাব্বার' ১১৩ বছরের প্রাচীন একখণ্ড প্রাচীন কুরআন শরিফ সেদেশের একটি লাইব্রেরীতে উপহার দিয়েছেন।
তুরস্কের লাইব্রেরীতে দৃষ্টি প্রতিবন্ধীর প্রাচীন কুরআন উপহার

বার্তা সংস্থা ইকনা: ৬৫ বছরের দৃষ্টি প্রতিবন্ধী 'মোস্তাফা জাব্বার' তুরস্কের ইশাক প্রদেশের সিভাসিল শহরে জীবন যাপন করেন।

সম্প্রতি মোস্তাফা উক্ত শহরের "আলেকজান্ডার পাল" লাইব্রেরীতে একখণ্ড প্রাচীন ও মূল্যবান কুরআন শরিফর উপহার দিয়েছেন।

এ ব্যাপারে মোস্তাফা জব্বার বলেন: উক্ত কুরআন শরিফটি ১৯০৪ সালে প্রিন্ট হয়েছে। কুরআন শরিফটির প্রত্যেক পৃষ্ঠার মার্জিনে অটোমান যুগের তুর্কি ভাষায় অনুবাদ লেখা রয়েছে।

তিনি আরও বলেন: আমার পিতা একটি মসজিদের পেশ ইমাম ছিলেন। আমার পিতার নিকট হতে এই কুরআনটি আমার নিকটে পৌঁছেছে। আমার পিতার ইন্তেকালের পর আমি এই কুরআন শরিফটির রক্ষণাবেক্ষণ করেছি এবং কোন মূল্যেই এটাকে আমি বিক্রয় করিনি। আমি মনে করি লাইব্রেরীই এটার উপযুক্ত স্থান এবং এই পাণ্ডুলিপিটিতে ঐ খানেই সংরক্ষণ করা উচিত। কারণ এই কাজের মাধ্যমে সকলে এটাকে ব্যবহার করতে পারবে।

iqna

তুরস্কের লাইব্রেরীতে দৃষ্টি প্রতিবন্ধীর প্রাচীন কুরআন উপহার তুরস্কের লাইব্রেরীতে দৃষ্টি প্রতিবন্ধীর প্রাচীন কুরআন উপহার তুরস্কের লাইব্রেরীতে দৃষ্টি প্রতিবন্ধীর প্রাচীন কুরআন উপহার

captcha