IQNA

0:05 - March 31, 2017
সংবাদ: 2602817
ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, ইমাম মাহদীর অনুসারীদের অবশ্যই বিশেষ নীতি ও বিশেষ পোশাক থাকতে হবে।


বার্তা সংস্থা ইকনা: ওসমান বিন হামাদ বলেন, ইমাম জাফর সাদিকের(আ.) এক জলসায় উপস্থিত ছিলাম, জনৈক ব্যক্তি প্রশ্ন করল, আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) মোটা ও খসখসে কাপড় পরিধান করতেন যার দাম ছিল মাত্র ৪ দিরহাম। কিন্তু আপনি কেন দামি পোশাক পরেন?

ইমাম সাদিক(আ.) বললেন: হযরত আলী(আ.) তার যুগের মানুষের মতই পোশাক পরতেন। আর আমি আমার যুগের মানুষের ন্যায় পোশাক পরিধান করি। কেননা প্রতিটি যুগের মানুষের পোশাকের ধরণ ভিন্ন।

তবে আমাদের কায়েম যখন কিয়াম করবেন তখন তিনি আমিরুল মু’মিনিন হযরত আলীর ন্যায় পোশাক পরিধান করবেন এবং তার নীতির অনুসরণ করবেন।

সূত্র: উসুলে কাফি, ৬ষ্ট খণ্ড, পৃ: ৪৪৪।
ট্যাগ্সসমূহ: জাফর ، সাদিক ، ইমাম ، ইকনা ، কায়েম ، হযরত ، আলী
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: