বার্তা সংস্থা ইকনা: ফার্সি নববর্ষ উপলক্ষে মিশরের বিখ্যাত ক্বারি হামেদী জামালে'র সুললিত কণ্ঠে সূরা শুআরা'র ৪৯ থেকে ৫৩ নম্বর আয়াত এবং সূরা যূখরুফের ১ থেকে ২২ নম্বর আয়াতের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।
মিশরের রাজধানী কায়রোর ইমাম হাসান (আ.) মসজিদে 'হামেদী জামাল' এই তিলাওয়াতটি করেন।
সূরা যুখরুফের ১১ নম্বর আয়াতে মৃত্যুর পর ভূমি জীবিত হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَنْشَرْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ تُخْرَجُونَ ﴿۱۱﴾
এবং যিনি আকাশ থেকে পরিমানমত পানি বর্ষণ করেছেন। অতঃপর তদ্দ্বারা আমি মৃত ভূ-ভাগকে পুনরুজ্জীবিত করেছি। তোমরা এমনিভাবে উত্থিত হবে।