IQNA

ফিলিপাইনে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

8:32 - April 04, 2017
সংবাদ: 2602852
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: সারাদেশ ব্যাপী আয়োজিত ৪৩তম কুরআন প্রতিযোগিতা গত ২ এপ্রিল (রোববার) ফিলিপাইনের কুইজোন সিটিতে অবস্থিত ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক Manila Times এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ন্যাশনাল কমিশন অন মুসলিম ফিলিপিনোস (NCMF) এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল কমিশন অন মুসলিম ফিলিপিনোসে’র নির্বাহি পরিচালক এ সম্পর্কে বলেন: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য শ্রেষ্ঠ কারী নির্ধারণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

NCMF আইনজীবি ও সংস্কৃতি বিষয়ক বিভাগের তার বক্তব্যে বলেন: কুরআনিক সংস্কৃতিক রক্ষা, প্রসার ও উন্নয়নের লক্ষ্যে সাহায্য করে এ ধরনের প্রতিযোগিতা।

তার সংযোজন: একইভাবে কুরআন প্রতিযোগিতা ফিলিপাইনের সাথে বিশ্বের অন্যান্য দেশের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

প্রসঙ্গত, সারা দেশ জুড়ে অনুষ্ঠিত ৪৩তম এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব থেকে উত্তীর্ণ ৩৬ জন নারী ও পুরুষ কারী গত রোববার প্রতিদ্বন্দিতা করেন। পুরুষদের বিভাগে ২০১৩ ও ২০১৫ সালের নির্বাচিত কারী এবং মেয়েদের বিভাগে ২০১৪ ও ২০১৫ সালের নির্বাচিত কারীরা চলতি বছর এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।#3586340


captcha