IQNA

কেন ইমাম মাহদীর সালামাতির জন্য দোয়া করতে হবে

1:32 - April 07, 2017
সংবাদ: 2602867
আল্লাহুম্মা কুল্লি ওয়ালিইকাল হুজ্জাত ইবনিল হাসান দোয়াটি হচ্ছে ইমাম মাহদীর সালামাতি ও নিরাপত্তার দোয়া। কিন্তু কেন আমাদেরকে ইমাম মাহদীর সালামাতির জন্য দোয়া করতে হবে।


বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম রাহিম কারেগার বলেন, আল্লাহ, রাসূল এবং ইমাম গণের নির্দেশ অনুযায়ী আমরা ইমাম মাহদীর সালামাতির জন্য দোয়া করে থাকি। আর এই দোয়ার নানাবিধ ফজিলতও রয়েছে। আর তা হচ্ছে:

ইমাম মাহদীর প্রতি ভালবাসা ও মহব্বতের পরিচয়। ফলে তার সাথে আমাদের আন্তরিকতা বৃদ্ধি পায়।

এর মধ্যে মু’মিনিদের কল্যাণ নিহিত রয়েছে। কেননা ইমাম নিজেই বলেছেন, তোমরা আমার আবির্ভাবের জন্য দোয়া কর কেননা তার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত আছে।

ইমাম মাহদীর সালামাতির জন্য দোয়া করলে নেয়ামত বৃদ্ধি পায়। কেননা ইমামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। নেয়ামতের শুকুর করলে আল্লাহ তা আরও বৃদ্ধি করে দেন।

দোয়া করার বিশেষ সময়গুলো হচ্ছে: প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর, তাহাজ্জুদের নামাজে, নামাজের কুনুত এবং সিজদায়। শুক্রবার ও বৃহস্পতিবারের সকাল সন্ধ্যায়। রমজান মাসে, শাবান মাসে এবং রজব মাসে। ইমাম হুসাইনের মজলিসের পর ইত্যাদি। সূত্র: shabestan
captcha