IQNA

4:51 - April 09, 2017
সংবাদ: 2602882
সাংস্কৃতিক ডেস্ক: ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগামী সোমবার (১০ এপ্রিল) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Izia.at এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পবিত্র এ দিবস উপলক্ষে মোবারকবাদ জানিয়ে ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র কর্তৃপক্ষ ঘোষণা করেছেন: এ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ মাহফিল সোমবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হয়ে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে।

বিশেষ গজল পরিবেশন, বক্তব্য, জামায়াতের সাথে নামায আদায় ইত্যাদি কর্মসূচী ১৩ই রজব মাওলায়ে মুত্তাকিয়ানের জন্মবার্ষিকী উপলক্ষে হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে আহলে বাইত (আ.) এর অংশগ্রহণকারীদেরকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র, অস্ট্রিয়ার ধর্মীয় অঙ্গনে তৎপর কয়েকটি সংস্থার মধ্যে একটি। যা বিভিন্ন ইসলামি দিবসে নানান সাংস্কৃতিক ও তাবলিগী কর্মসূচী বাস্তবায়িত করে থাকে।

এ কেন্দ্রটি অস্ট্রিয়ার মুসলমানদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য-সহযোগিতার পাশাপাশি, ধর্মীয়, ইসলামি শিক্ষা-প্রশিক্ষণ, সাংস্কৃতিক ও সামাজিক দায়িত্ব পালন এবং ইসলামি বিভিন্ন উপলক্ষসমূহে অনুষ্ঠানের আয়োজনের লক্ষ্যে উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করে থাকে।#3587838


নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: