তিনি আজ(সোমবার)এক সাংবাদিক সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গত সপ্তাহে সিরিয়ার বিমান ঘাঁটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা মৌলিক ভাবে ভুল হয়েছে। এ হামলায় কেবলমাত্র সন্ত্রাসবাদেরই উপকার হবে বলে জানান তিনি।
এমন হামলার ঘটনা আবার ঘটলে তা গোটা মধ্যপ্রাচ্যের জন্য খুবই বিপদজনক হবে। আমেরিকা এ কাজ একবারই করেছে কিন্তু দ্বিতীয়বার করলে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না । কয়েক ইঞ্চির জন্য সংঘাতের হাত থেকে রক্ষা পেয়েছে বলে রাশিয়া যে বক্তব্য দিয়েছে তার উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, রাশিয়া ঠিকই বলেছে, ক্ষেপণাস্ত্র যদি আর কয়েক ইঞ্চি ওপরে বা নিচে আঘাত হানতো তবে ভয়াবহ সংঘাত বেঁধে যেত।
তিনি আরো বলেন, সিরিয়ায় আগে এরকম কোনো হামলা চালায় নি আমেরিকা। সিরিয়ার জনগণ ও সরকার যুদ্ধক্ষেত্রে এর জবাব দেবে এবং সন্ত্রাসীদের মুখে আঘাত করে এর জবাব দেবে। এতে বোঝা যাবে যে ওয়াশিংটনের হামলা কোনো ভাবেই ফলপ্রসূ হয় নি।