IQNA

আর-রাশিদিন এলাকায় হামলার নিন্দায় আয়াতুল্লাহ মোহাম্মাদ সাঈদ হাকিম

23:06 - April 16, 2017
সংবাদ: 2602914
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো প্রদেশের আর-রাশিদিন এলাকায়, ফুয়াহ ও কিফরিয়া এলাকার বেসামরিক লোকদের গাড়িবহরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন ইরাকের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ সাঈদ আল-হাকিম। এ সময় তিনি তাকফিরি চিন্তাধারা এবং এর সমর্থকদের মোকাবেলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ সাঈদ আল-হাকিম এক বিবৃতিতে বলেন: আমরা ফুয়াহ ও কিফরিয়া অঞ্চল থেকে সরে আসা বয়স্ক, নারী, শিশু ও অসুস্থদেরকে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানাই। এ হামলায় ঐ সকল ব্যক্তিরা শহীদ অথবা আহত হয়েছেন, যারা জুলুম অত্যাচারের তিক্ত স্বাদ গ্রহণ করে বাধ্য হয়ে নিজেদের বসত-ভিটে ফেলে এসেছিল।

তিনি আহতদের দ্রুত সুস্থতা ও শহীদদের জন্য মহান আল্লাহর দরবারে সুউচ্চ স্থান কামনা করে অসহায় মানুষের উপর নৃশংস এ হামলার নিন্দা জানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে তৎপর মানবতার সমর্থক সংগঠনগুলোর প্রতি আহবান জানান।

ঐ বিবৃতিত তিনি, তাকফিরি চিন্তাধারার মোকাবেলা এবং এর প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জোর তাগিদ দেন।

প্রসঙ্গত, সিরিয়ার ফুয়াহ ও কিফরিয়া অঞ্চলের বাসিন্দাদের অন্য অঞ্চলে নিরাপদে সরিয়ে আনতে ব্যবহৃত বাসের বহরে আত্মঘাতী হামলায় অন্তত ৯৬ জন প্রাণ হারায় এবং আহত হয় ২০০ জন।#3590138


captcha