বার্তা সংস্থা ইকনা: রাশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের উদ্যোগে "রাশিয়ার সমাজ ও সংস্কৃতি" নামক সাপ্তাহিক ম্যাগাজিনের ৯৮তম সংখ্যায় ৩০মে এপ্রিলে প্রকাশিত হয়েছে। এই ম্যাগাজিনে প্রাচীন কুরআন সম্পর্কে বলা হয়েছে: রাশিয়ায় পবিত্র কুরআনের প্রাচীন ও অনন্য কয়েকটি পাণ্ডুলিপি রক্ষণাবেক্ষণ করা হবে। যার মধ্যে প্রাচীনতম পাণ্ডুলিপিটি সপ্তম হিজরির অন্তর্গত। ইসলামী হস্তলিখিত পাণ্ডুলিপিসমুহের অধিকাংশ শিল্পসমূহ পিটার কাবির (রাশিয়ার সম্রাট) এবং ইকাটিরিনায় কাবিরের (পিটার কাবিরের স্ত্রী) সহযোগিতায় সেদেশে স্থানান্তর করা হয়েছে।
পবিত্র কুরআনের প্রাচীন ও অনন্য পাঁচটি পাণ্ডুলিপির সংক্ষিপ্ত বিবরণ নীচে তুলে ধরা হল:
উসমানী কুরআন
এই কুরআনের কপি এশিয়া মুসলিম মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে এবং মুসলমানেরা এটিকে পবিত্র কুরআনের প্রাচীনতম হস্তলিখিত পাণ্ডুলিপি হিসেবে মনে করেন। প্রাচীন এই পাণ্ডুলিপিটি সেন্ট পিটার্সবার্গে শহরের ইস্ট ইন্সটিটিউটে সংরক্ষণ করা হবে।
উসমানী কুরআনের কিছু অংশ উজবেকিস্থান ও আফগানিস্তান সীমান্তের কাছে একটি গ্রামে থেকে উদ্ধার করা হয়।
কুফী কুরআন
কুফী বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির কিছু অংশ রাশিয়ার যাদুঘরে সংরক্ষণ করা হবে। এই পাণ্ডুলিপিটি রাশিয়ার পিটার্সবার্গে জাতীয় গ্রন্থাগারের অন্তর্গত।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির অপর কিছু অংশ কায়রোর 'আমরু ইবনে আস' নামক মসজিদে স্থানান্তর করা হয়েছে। কুফী বর্ণমালায় লিখিত এই পাণ্ডুলিপিতে লেখা রয়েছে, এই পাণ্ডুলিপিটি পিটার্সবার্গে জাতীয় গ্রন্থাগার এমন কি বিশ্বের অন্যতম একটি পাণ্ডুলিপি হিসেবে বিবেচনা করা হয়।
তাতারী কুরআন
পবিত্র কুরআনের অনন্য এই পাণ্ডুলিপিটি রাশিয়ার মস্কোর প্রাচীন সংরক্ষণাগার আর্কাইভে সংরক্ষণ করা হবে। বলা হয়ে থাকে, শপথ গ্রহণের জন্য এই পাণ্ডুলিপিটি বিভিন্ন মাহফিলে নিয়ে যাওয় হয়।
অনন্য এই পাণ্ডুলিপিতে সূরা নাহলের ৯১ নম্বর আয়াত (যা শপথদের আলোকে নাযিল হয়েছে) সোনা দিয়ে লেখা হয়েছে।
অষ্টকোণী ক্ষুদ্র কুরআন
অষ্টকোণী ক্ষুদ্র কুরআনের তিন খণ্ড রাশিয়ার বিজ্ঞান একাডেমীর পিটার কাবির নামক নৃবিজ্ঞান ও মানবজাতিতত্ত্ব মিউজিয়ামে সংরক্ষণ করা হবে।
ফাবরিঝা কুরআন
জুহারসাজের (গহনা নির্মাতা) অন্তর্গত হিসেবে প্রসিদ্ধে প্রাচীন এই পাণ্ডুলিপিটি রাশিয়ার অধিবাসী কর্ল ফাবরিঝা নিয়ন্ত্রণে ছিল। এই পাণ্ডুলিপিটি ফরাসি রাজকুমারী সিসিল মুরাট ক্রয় করেন।
রাশিয়ান বিপ্লবের পর সরকার ফাবরিঝা কুরআনের একাংশ বিক্রি করে। বর্তমানে এই পাণ্ডুলিপিটি সেন্ট পিটার্সবার্গে জাদুঘর সংরক্ষিত রয়েছে।
iqna