IQNA

ওয়াল আকিবাতু লিলমুত্তাকীন বলতে কি বোঝানো হয়েছে?

21:00 - May 05, 2017
সংবাদ: 2603025
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম বাকির (আ.) বলেছেন, আমাদের রাষ্ট্রই হচ্ছে সর্বশেষ রাষ্ট্র, আর তা ইমাম মাহদীর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা সাহায্য সহযোগিতা করবে তারাই হচ্ছে সফলকাম এবং জন্যেই রয়েছে শুভ পরিণাম।
ওয়াল আকিবাতু লিলমুত্তাকীন বলতে কি বোঝানো হয়েছে?
বার্তা সংস্থা ইকনা: সূরা আরাফের ১২৮ নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন:

قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128)

মূসা (আ.) তাঁর জাতিকে বললেন: আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর এবং দৃঢ়তা অবলম্বন কর; নিশ্চয়ই রাজ্য বা জগতের মালিক আল্লাহ, আল্লাহ তাঁর দাসদের মধ্য থেকে যাকে ইচ্ছা উত্তরাধিকার দিয়ে থাকেন। সংযমী বা খোদাভীরুদের জন্যেই রয়েছে শুভ পরিণাম।(আরাফ-১২৮)

ইমাম মাহদী(আ.) হযরত মুসার ন্যায় সকল অত্যাচারী ও স্বৈরাচারী সরকারগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং ন্যায়পরায়ণ ঐশী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন।

এই আয়াতের মূল্য ভাষ্য হচ্ছে: অত্যাচারী, খোদাদ্রোহী শক্তি ও জালেম সরকারগুলোর বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য তিনটি গুণ জরুরী। এগুলো হলো- ধৈর্য ও দৃঢ়তা, আল্লাহর ওপর ভরসা ও প্রতিরোধ এবং খোদা-ভীতি বা ধার্মিকতা।

খোদা-ভীরু মানুষেরা ইহকালে ও পরকালে উভয় জগতেই সৌভাগ্যের অধিকারী হয়। আর যারা প্রকৃত খোদা-ভীরু তারা ইমাম মাহদীর সাহায্যকারী হবেন এবং ইমাম মাহদীর রাষ্ট্র কায়েম হওয়ার মাধ্যমে সবাই সফলকাম এবং শুভ পরিণাম প্রাপ্ত হবে।

ইমাম বাকির(আ.) বলেন: আমাদের হাতে যখন ক্ষমতা থাকবে আমরা তখন কোরআনের এই সকলই নির্দেশ অনুযায়ী চলব। আর এভাবেই আমাদের অনুসারীরা হবে ইহকাল- পরকাল উভয় জগতেই সৌভাগ্যের অধিকারী। সূত্র: shabestan
captcha