বার্তা সংস্থা ইকনা: সূরা আরাফের ১২৮ নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন:
قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128)
মূসা (আ.) তাঁর জাতিকে বললেন: আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর এবং দৃঢ়তা অবলম্বন কর; নিশ্চয়ই রাজ্য বা জগতের মালিক আল্লাহ, আল্লাহ তাঁর দাসদের মধ্য থেকে যাকে ইচ্ছা উত্তরাধিকার দিয়ে থাকেন। সংযমী বা খোদাভীরুদের জন্যেই রয়েছে শুভ পরিণাম।(আরাফ-১২৮)
ইমাম মাহদী(আ.) হযরত মুসার ন্যায় সকল অত্যাচারী ও স্বৈরাচারী সরকারগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং ন্যায়পরায়ণ ঐশী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন।
এই আয়াতের মূল্য ভাষ্য হচ্ছে: অত্যাচারী, খোদাদ্রোহী শক্তি ও জালেম সরকারগুলোর বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য তিনটি গুণ জরুরী। এগুলো হলো- ধৈর্য ও দৃঢ়তা, আল্লাহর ওপর ভরসা ও প্রতিরোধ এবং খোদা-ভীতি বা ধার্মিকতা।
খোদা-ভীরু মানুষেরা ইহকালে ও পরকালে উভয় জগতেই সৌভাগ্যের অধিকারী হয়। আর যারা প্রকৃত খোদা-ভীরু তারা ইমাম মাহদীর সাহায্যকারী হবেন এবং ইমাম মাহদীর রাষ্ট্র কায়েম হওয়ার মাধ্যমে সবাই সফলকাম এবং শুভ পরিণাম প্রাপ্ত হবে।
ইমাম বাকির(আ.) বলেন: আমাদের হাতে যখন ক্ষমতা থাকবে আমরা তখন কোরআনের এই সকলই নির্দেশ অনুযায়ী চলব। আর এভাবেই আমাদের অনুসারীরা হবে ইহকাল- পরকাল উভয় জগতেই সৌভাগ্যের অধিকারী। সূত্র: shabestan