বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সম্মেলনে সমাজ গঠনে নারীদের ভূমিকার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হবে। ২২ ও ২৩শে সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়াও "ইসলামের দৃষ্টিতে সমাজ গঠনে নারীর ভূমিকা" শীর্ষক সম্মেলনে সামাজিক ন্যায়বিচার নারীর ভূমিকা, সমতা, কমিউনিটি ক্ষমতায়নের আলোকে আলোচনা করা হবে।
উক্ত আন্তর্জাতিক শীর্ষক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে হযরত মুহাম্মদ (সা.)এর সময় নারীদের ভূমিকা, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, আর্থ-সামাজিক উন্নয়নে মুসলিম নারীর ভূমিকা, মুসলিম বিশ্বের নারীদের অবস্থান এবং মুসলিম বিশ্বের মহিলাদের সংক্রান্ত আইন।
ভারতে ১২০ কোটি জনসংখ্যার মধ্যে ১৮ কোটির ঊর্ধ্বে মুসলিম অধিবাসী রয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে।