IQNA

আমেরিকান গবেষক:

অধিকাংশ আমেরিকানদের ইসলাম ধর্ম সম্পর্কে কোন ধারণা নেই

9:59 - May 08, 2017
সংবাদ: 2603047
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান গবেষক এবং ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দূরীকরণের সক্রিয় কর্মী 'বারবারা সাহিলী' বলেছেন: গবেষণা করে দেখা গিয়েছে ইসলাম ধর্ম সম্পর্কে অধিকাংশ আমেরিকানদের কোন ধারণা নেই।
অধিকাংশ আমেরিকানদের ইসলাম ধর্ম সম্পর্কে কোন ধারণা নেই
বার্তা সংস্থা ইকনা: আমেরিকান এই গবেষক বলেন: বর্তমানে ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারণা বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা যায় ইসলাম ধর্ম সম্পর্কে অধিকাংশ আমেরিকানদের কোন ধারণা নেই। এমনটি তারা তাদের জীবনে একজন মুসলমানকে সচক্ষে দেখেনি।
তিনি আরও বলেন: আর এ জন্যই তাদের মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে স্বল্প জ্ঞান রয়েছে এবং মুসলমানদের সাথে তাদের কোন সম্পর্ক না থাকার ফলে তাদের মধ্যে মুসলমানদের সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।
সাহিলী বলেন: আমি মনে করি মুসলমানদের দৈনন্দিন জীবনের গল্প যদি আমেরিকানদের মধ্যে প্রচার করা হয়, তাহলে তাদের মধ্যে মুসলমানদের সম্পর্কে যে নেতিবাচক মনোভাব বিরাজ করছে তা দুর করা সম্ভব হবে।
১১মে রোজ বৃহস্পতিবারে আমেরিকার ম্যাসাচুসেটসের ফালমুট শহরের পাবলিক লাইব্রেরিতে এ ব্যাপারে বক্তৃতা পেশ করবেন।
"ফালমুটে কোন ঘৃণার স্থান নেই" নামক একটি দল এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
এই দলের এক সদস্য যাজক 'নোল ফিলডায' বলেন: আমি অনেক আনন্দিত এজন্য যে, আমাদের মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে যে কুসংস্কার বিরাজ করছে যেগুলো দুর করার জন্য সাহিলী ম্যাডাম বক্তৃতা পেশ করবেন।
iqna



captcha