বার্তা সংস্থা ইকনা: আল্লাহর শেষ প্রতিনিধি পৃথিবীর এক মহান সত্য যার প্রতি কুরআনের বিভিন্ন আয়াতে ইঙ্গিত করা হয়েছে এবং ওই সকল আয়াতের ব্যাখ্যায়ও বহু রেওয়ায়ত বর্ণিত হয়েছে নিম্নে তার কিছু তুলে ধরা হল: যেমন সূরা আম্বিয়ার ১০৫ নং আয়াতে বলা হচ্ছে: وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِن بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ
নিঃসন্দেহে আমরা স্মারকবাণীর (তাওরাতের) পর যাবুরেও লিপিবদ্ধ করে দিয়েছিলাম যে ,পৃথিবীর উত্তরাধিকারী আমার সৎ বান্দারা হবে।
ইমাম বাকের (আ.) বলেছেন: ইমাম মাহদী (আ.) ও তার সাহায্যকারীরা হচ্ছেন সেই যোগ্য বান্দা যারা পৃথিবীর উত্তরাধিকারী হবেন।
সূরা কাসাসের ৫ নং আয়াতে বর্ণিত হয়েছে: وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ
এবং আমরা ইচ্ছা করলাম যাদেরকে পৃথিবীর বুকে (বঞ্চিত) হীনবল করা হয়েছিল তাদেরকে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে।
ইমাম আলী (আ.) বলেছেন: বঞ্চিত বা হীনবল বলতে রাসূলের (সা.) আহলে বাইতকে বোঝানো হয়েছে। অনেক প্রচেষ্টা ও কষ্টের পর আল্লাহ এই বংশের মাহদী (আ.)-কে প্রেরণ করবেন এবং তাকে উচ্চ মর্যাদা দান করবেন এবং শত্রুদেরকে কঠিন ভাবে লাঞ্ছিত করবেন।
সূরা হুদের ৮৬ নং আয়াতে বর্ণিত হয়েছে: بَقِيَّتُ اللَّـهِ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
আল্লাহর গচ্ছিত সম্পদই তোমাদের জন্য যথেষ্ট যদি তোমরা মু’মিন হয়ে থাক।
ইমাম বাকের (আ.) বলেছেন: ইমাম মাহদী (আ.) আবির্ভূত হওয়ার পর কা’বা গৃহে হেলান দিয়ে প্রথমে উক্ত আয়াতটি তেলাওয়াত করবেন। অতঃপর বলবেন: انا بقیة الله فی الارضه و خلیفته و حجته علیکم
আমিই পৃথিবীর বুকে আল্লাহর গচ্ছিত সম্পদ ,তোমাদের প্রতি তার উত্তরাধিকারী এবং হুজ্জাত। অতঃপর যারা তাকে সালাম করবে তারা বলবে: السلام علیک یا بقیة الله فی ارضه
আপনার প্রতি সালাম, হে পৃথিবীর বুকে আল্লাহর গচ্ছিত সম্পদ।
মহান আল্লাহ ইমাম মাহদীর (আ.) নিষ্ঠার মাধ্যমে পৃথিবীকে পুনর্জীবিত করবেন। কেননা অত্যাচারীদের অত্যাচারের মাধ্যমে পৃথিবী মৃত্যুবরণ করেছিল। আর এভাবেই ইমাম মাহদীর নেতৃত্বে বঞ্চিত ও হীনবলরা পৃথিবীর উত্তরাধিকারী হবেন। সূত্র: শাবিস্তান