IQNA

তুরস্কে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী "সাইয়্যেদ মুস্তাফা হুসাইনী"

21:51 - May 24, 2017
সংবাদ: 2603137
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি "সইয়্যেদ মুস্তাফা হুসাইনী" প্রথম স্থানের অধিকারী হয়েছেন।
তুরস্কে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী

বার্তা সংস্থা ইকনা: তুরস্কে ৫ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের কাযভিন হায়েয প্রদেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতার ক্বিরাত বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি "সাইয়্যেদ মুস্তাফা হুসাইনী"।

এখনও পর্যন্ত হেফজ বিভাগে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়নি।

iqna


captcha