IQNA

বাংলাদেশে রোহিঙ্গা হাফেজদের সম্মাননা প্রদর্শন (ছবি)

22:37 - May 24, 2017
সংবাদ: 2603138
আন্তর্জাতিক ডেস্ক: "আল হায়াত" নামক মানবিক সংস্থার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাসরত ৩৮ হাফেজকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
বাংলাদেশে রোহিঙ্গা হাফেজদের সম্মাননা প্রদর্শন (ছবি)

বার্তা সংস্থা ইকনা: "আল হায়াত" মানবিক সংস্থার প্রধান "আব্দুল আজিজ মারজাহ" এ ব্যাপারে বলেন: এই সংস্থার পক্ষ থেকে এধরণের অনুষ্ঠান পূর্বেও অনুষ্ঠিত হয়েছে। "আল হায়াত" সংস্থার পক্ষ থেকে কুরআন হেফজের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়। এই নিয়ে চতুর্থবারের মত এই কোর্স সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন: চতুর্থ হেফজ কোর্সে রুটনাভালাঙ্গ ও উকিয়ার শরণার্থীদের সহকারে কক্সবাজারের শিশুরা অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, আল হায়াত মানবিক সংস্থা শনিবার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করেছে। বিগত কয়েক বছর ধরে এই সংস্থা আরাকান প্রদেশের মুসলমানদের বিভিন্ন সাহায্য প্রদান করে সমর্থন করে আসছে।

iqna



captcha