IQNA

শনিবার থেকে সকল মুসলিম দেশে রোজা শুরু

22:42 - May 24, 2017
সংবাদ: 2603139
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২৬শে মে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে খালি চোখে রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং ২৭শে মে থেকে রোজা শুরু হবে।
শনিবার থেকে অধিকাংশ মুসলিম দেশে রোজা শুরু
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ২৩শে মে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা এক বিবৃতিতে উল্লেখ করেছে, আগামী ২৬শে মে শাবান মাসের শেষ দিন। এ দিন সন্ধ্যায় অধিকাংশ মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ মুসলিম দেশগুলোতে পবিত্র রজমান মাসের চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই শনিবার ২৭শে মে থেকে রহমত, বরকত ও মাগফেরাতের মাস মাহে রমজান শুরু হবে।
এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় আমেরিকা ও আফ্রিকার অনেক দেশেও যদি আকাশ পরিচ্ছন্ন থাকে তবে খালি চোখেই পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্ভব। তাই শনিবার থেকে এ সব দেশগুলোর মুসলমানরা মাহে রমজানের রোজা পালন শুরু করবে।
এ বছর একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে মুসলিম জাহানের অধিকাংশ দেশেই একযোগে মাহে রমজান উদযাপন শুরু হবে। সাধারণত এমন অবস্থা খুব কমই দেখা যায়।
অবশ্য বাংলাদেশে আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায় চলতি বছরের পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী শনিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোববার পবিত্র রমজান শুরু হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরুর দিন থেকে যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকায় রোজা শুরু হয়। সেক্ষেত্রে ২৭ মে থেকে নর্থ আমেরিকা এবং ২৮ মে থেকে বাংলাদেশে পবিত্র মাসটি পালিত হতে পারে।

iqna

captcha