IQNA

ওয়াহবিজিম আদর্শে দায়েশ প্রতিষ্ঠিত

23:28 - May 27, 2017
সংবাদ: 2603160
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের এক গুরুত্বপূর্ণ একটি শাখা এক বিবৃতিতে ঘোষণা করেছে, "মোহাম্মদা বিন আব্দুল ওয়াহাব" কর্তৃক প্রতিষ্ঠিত পথভ্রষ্ট সম্প্রদায় ওয়াহবিজিমের আদর্শে দায়েশের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে।
ওয়াহবিজিম আদর্শে দায়েশ প্রতিষ্ঠিত

বার্তা সংস্থা ইকনা: "প্রতিনিধি কমিটি" নামে প্রসিদ্ধ দায়েশের মূল মেরুদণ্ড এবং উক্ত সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের প্রতিনিধি কমিটি এই বিষয়টি স্বীকার করেছে।

দায়েশে এই বিবৃতিতে দাবী করেছে, তৌহিদ ও একেশ্বরবাদ ছাড়া এই গোষ্ঠী অন্য কোন পথ বেছে নেয়নি। এই দল পায়গাম্বারগণ এবং ফেরেশতাদের খোদার দাওয়াতের কাজকে অব্যাহত দিচ্ছে!

এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, আমরা সৌদি আরবের নাজদের 'ইমাম মোহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব আল তামিমি"কে অনুসরণ করছি।

iqna


captcha