IQNA

আইফোনের জন্য রমজানের সর্বাধুনিক সফটওয়্যার

3:01 - June 02, 2017
সংবাদ: 2603193
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের জন্য বাজারে সর্বাধুনিক সফটওয়্যার এসেছে।
আইফোনের জন্য রমজানের সর্বাধুনিক সফটওয়্যার
বার্তা সংস্থা ইকনা: আইফোনের জন্য অনেক সফটওয়্যার তৈরি হয়েছে। যার মাধ্যমে মুসলমানেরা পবিত্র রমজান মাসে তার উদ্দেশ্য উপনীত হওয়ার ক্ষেত্রে সাহায্য গ্রহণ করতে পারেন। এসকল নতুন সফটওয়্যারের মধ্যে কয়েকটির সংক্ষিপ্ত বিবরণ নীচে তুলে ধরা হল:
Athan Pro: এই সফটওয়্যারটি আপনার ভৌগলিক অবস্থান উপর নির্ভর করে সঠিক আযানের সময় ঘোষণা করে।
Ramadan Fitness Challenge: অনেকের জন্য পবিত্র রমজান মাসে সঠিক পরিমাণ খাবার খাওয়া কঠিন হয়ে যায়। এই সফটওয়্যারের নির্দেশাবলী মাধ্যমে আপনার বয়স ও ওজন অনুযায়ী সঠিক পরিমাণ খাবার খেতে পারবেন।
Ramadan Legacy : এই অ্যাপ্লিকেশনটি একটি অনলাইন জার্নাল। এর মাধ্যমে আপনি রমজান মাসে বিশের রুটিন তৈরি করে সময় অনুযায়ী সেগুলোকে অনুসরণ করতে পারেন।
ShareTheMeal: এই সফটওয়্যারের মাধ্যমে দয়াবান ব্যক্তিরা এক ক্লিকের মাধ্যমে দুস্থ শিশুদের সনাক্ত করে সাহায্য করতে পারবেন।
iqna




captcha