IQNA

22:45 - June 13, 2017
সংবাদ: 2603254
আন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থাবলম্বনের জন্য বৌদ্ধদের বিন লাদেন হিসেবে সুপরিচিত মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু ইউ ওয়াইরাথু’কে বর্ণবাদী আচরণ ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগর মাধ্যম ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বেশ কয়েক বছর ধরে ওয়াইরাথু তার ফেসবুক প্রোফাইলটিকে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো ও তাদের বিরুদ্ধে বৌদ্ধদের হত্যা ও ধর্ষণের অভিযোগ সহ বিভিন্ন ধরনের বিতর্কিত কাজে ব্যবহার করে আসছিলেন।

তার এই বিতর্কিত বক্তব্যের কারণে ফেসবুকে তার হাজার হাজার ফলোয়ার তৈরি হয়েছিলো। ২০১৩ সালে ম্যান্ডেলায়ের বাইরে ডজন খানেক লোক হত্যার ঘটনা সহ মারাত্মক কিছু সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ইন্ধন যোগানোর ক্ষেত্রে তার উস্কানিমূলক বক্তব্যকে দায়ী বলে মনে করা হয়।
একটি সাম্প্রতিক ভিডিওতে ওয়াইরাথু বলেন, ফেসবুকে অগ্রহণযোগ্য বিষয় বারবার পোস্ট করার অভিযোগে আমার অ্যাকাউন্টটি আগামী এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আমি জানি না আগেরমত করে আমি আর ফেসবুক ব্যবহার করতে পারব কি না, যেহেতু ফেসবুক মুসলমানদের হাতে পরিচালিত হচ্ছে।

তিনি এই ভিডিওটি ভিন্ন একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। সূত্র : মিজিমা।
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: