IQNA

ইন্দোনেশিয়ায় বৃহত্তম কুরআন লেখার প্রকল্প শুরু

15:38 - June 18, 2017
সংবাদ: 2603282
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার সর্ববৃহৎ কুরআন শরিফ লেখার প্রকল্পটি উদ্বোধন করেছেন। কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি দুই মিটার দৈর্ঘ্য এবং দেড় মিটার প্রস্ত বিশিষ্ট হবে।

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট 'জোকো উইডোডো ১৬ই জুন জাভার একটি বোর্ডিং মাদ্রাসায় তারাবির নামাজ আদায় করেন। তিন তালা বিশিষ্ট ঐ মাদ্রাসায় এসময় সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

জোকো উইডোডো তারাবি নামাজের শেষে বক্তৃতা পেশ করেন। এসময় তিনি বিভিন্ন ধর্মের মধ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য মাদ্রাসার শিক্ষার্থী এবং সেদেশের আলেমদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি যুবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন: যুবকদের উচিৎ সকল প্রকার ঘৃনমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা। কারণ, ইসলামী শিক্ষা অনুযায়ী আমরা সকলেই একে অপরের ভাই ভাই।

এই অনুষ্ঠানে জোকো উইডোডো দুই মিটার দৈর্ঘ্য এবং দেড় মিটার প্রস্ত বিশিষ্ট সেদেশের সর্ববৃহৎ কুরআন শরিফ লেখার প্রকল্পটি উদ্বোধন করেছেন।

৩১৫ পৃষ্ঠা বিশিষ্ট কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি ৩১৫ কিলোগ্রাম ওজন সম্পন্ন হবে এবং এটি লিখতে প্রায় দুই বছর সময় লাগবে।

iqna


captcha