IQNA

সিরিয়া বাহিনীর হামলায় দায়েশের সিনিয়ার কমান্ডার নিহত

15:56 - June 19, 2017
সংবাদ: 2603288
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় 'লাইলাতুল ক্বাদর' নামক ইসলামী বিপ্লবী গার্ডের মিসাইল হামলায় দায়েশ তথা আইএসআইলের সিনিয়ার কমান্ডর নিহত হয়েছে।
সিরিয়া বাহিনীর হামলায় দায়েশের সিনিয়ার কমান্ডার নিহত
বার্তা সংস্থা ইকনা: গতকাল সিরিয়ায় ইসলামী বিপ্লবী গার্ডের মিসাইল হামলায় 'আবু সায়দ নামে প্রসিদ্ধ 'সায়দ আল হুসাইনী' নামের দায়েশের এক সিনিয়ার কমান্ডর নিহত হয়েছে।
গতকাল ১৮ই জুন রাতে সিরিয়ায় ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা দায়েশের ঘাটিতে হামলা চালায়। এই হামলার ফলে দায়েশের সদস্য সহ তাদের ঘাটির ব্যাপক ক্ষতি হয়।
iqna



ট্যাগ্সসমূহ: ইকনা ، সিরিয়া ، ইসলাম ، দায়েশে ، আইএস
captcha