IQNA

পাকিস্তানি আলেম:

আলে সৌদ হারামাইনের খাদেম নয়, আমেরিকার চাকর

20:35 - July 04, 2017
সংবাদ: 2603370
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মজলিশ-এ ওয়াহদাত-এ মুসলিমীন (এম ডব্লিউ এম) এর সিন্ধু রাজ্যেরর সভাপতি, জান্নাতুল বাকী ধ্বংস দিবস উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন: আলে সৌদি হারামাইনের খাদেম নয়; বরং তারা আমেরিকার চাকর।
পাকিস্তান থেকে ইকনা প্রতিবেদকের রিপোর্ট: এম ডব্লিউ এমে’র সিন্ধু রাজ্যের সভাপতি হুজ্জাতুল ইসলাম মাকসুদ আলী দুমাকি জান্নাতুল বাকী ধ্বংস দিবস উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে, আলে সৌদকে আমেরিকার চাকর বলে আখ্যায়িত করেছেন।
হুজ্জাতুল ইসলাম মাকসুদ আলী দুমাকি নিষ্পাপ ইমামগণ (আ.) এর মাজার যিয়ারত ও ইসলামি নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শনের প্রতি গুরুত্বারোপ করে বলেন: মহান আল্লাহর বন্ধুদের শত্রুরা ইসলামের প্রাথমিক যুগ থেকে, ইসলামের মূল অবয়বে আঘাত হানতে সোচ্চার। তারা নবী (স.) এর আহলে বাইত (আ.) এর মাজার ধ্বংস করার মাধ্যমে তারা তাদের অশুভ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
তিনি বলেন: আলে সৌদ পরিবার নিজেদেরকে হারামাইনের খাদেম বলে পরিচয় দেয় কিন্তু তারা ইসলামের শত্রুদের নীলনকশা বাস্তবায়নে সোচ্চার এবং আমেরিকার সেবা দান করে গর্ব করে।#3615520


captcha