IQNA

প্রতিরক্ষা শক্তি বাড়াতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে: সর্বোচ্চ নেতা

21:37 - July 06, 2017
সংবাদ: 2603377
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শক্তিশালী করতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র শক্তি গড়ে তুলুন: কমান্ডারদেরকে সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেছেন, "ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যত বেশি সম্ভব কাজ করুন। দেখুন শত্রুরা আপনাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে কতটা সংবেদনশীল; অতএব আপনাদের জানা উচিত যে, আপনাদের এ কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে গত মাসে সফল ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর সর্বোচ্চ নেতা আইআরজিসির কয়েকজন কমান্ডারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। আয়াতুল্লাহ খামেনেয়ীর এ বক্তব্য বুধবার ইরানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে তিনি বলেছেন, "শত্রুদের মুখে থাপ্পড় মারতে হবে।

বৈঠকে আইআরজিসি কমান্ডাররা সর্বোচ্চ নেতাকে জানান, একমাত্র ইরানের এ ক্ষেপণাস্ত্র হামলাতেই শুধু উগ্র সন্ত্রাসীদের ক্ষতি হয়েছে এবং বেসামরিক কোনো নাগরিক মারা যায় নি। আইআরজিসি জানিয়েছে, সিরিয়ার দেইর আয-যোরে ওই ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছিল।

iqna


captcha