বার্তা সংস্থা ইকনা: তালেবান গোষ্ঠী করাচীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ৩ জন পুলিশকে হত্যা করেছে। এই হামলায় ১০ বছরের হাফেজ জাহিদ শাহাদাত বরণ করেছেন।
করাচীর পুলিশ জানিয়েছে, ২২শে জুলাই করাচীর 'দারুল উলুম' মাদ্রাসার নিকটে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী তালেবান হামলা চালিয়ে ৩ জন পুলিশকে হত্যা করেছে। সন্ত্রাসীদের এই হামলার শিকার হন ১০ বছরের কুরআন হাফেজ জাহিদ।
স্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করে হাফেজ জাহিদের অভিভাবক বলেছেন: দুর্ভাগ্যবশত কোন কর্তৃপক্ষ আমাদেরকে সমবেদনা জানায়নি। অথচ সরকারী কর্মকর্তাগণ নিহত ৩ পুলিশ সদস্যদের জানাজায় অংশগ্রহণ করে এবং নিহতদের পরিবারকে পঞ্চাশ লাখ রুপি করে অনুদান করেছে।