IQNA

প্রখ্যাত মিশরীয় ক্বারি শেখ মুহাম্মাদ আব্দুল ওয়াহাব তানতাওয়ি’র জানাজার ছবি

15:55 - July 29, 2017
সংবাদ: 2603527
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রখ্যাত ক্বারি ও হাফেজে কুরআন মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ির জানাজার নামাজ ২৫শে জুলাই অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত মিশরীয় ক্বারি শেখ মুহাম্মাদ আব্দুল ওয়াহাব তানতাওয়ি’র জানাজার ছবি
বার্তা সংস্থা ইকনা: মিশরের প্রখ্যাত ক্বারি ও হাফেজে কুরআন মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ি দীর্ঘ দিন যাবত সেদেশের রেডিও ও টেলিভিশনে কুরআন তিলাওয়াত করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ২৪শে জুলাই ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মিশরের 'আল দাক্কালিয়া' প্রদেশের 'মানসুরা' শহরের অধীনস্থ 'আল নাসিমিয়া' গ্রামে ২৫শে জুলাই তার দাফন কাজ শেষ করা হয়। তার জানাজার নামাজ এবং দাফনে মিশরের প্রসিদ্ধ ক্বারিগণ এবং তার ভক্তবর্গ উপস্থিত ছিলেন।

iqna


captcha