IQNA

হজে এক কোটি দুই শতের অধিক ভেড়া কুরবানি করা হবে

13:48 - September 01, 2017
সংবাদ: 2603731
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কুরবানি পরিকল্পনা পর্যবেক্ষক 'মুহান্দেস মুসা আল আক্কাসী' বলেছেন, আশাকরা যাচ্ছে এ বছরে এক কোটি দুই শতের অধিক ভেড়া বিক্রি হবে।
হজে এক কোটি দুই শতের অধিক ভেড়া কুরবানি করা হবে
বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, হজ মৌসুমের শুরুতে ইন্টারনেটে ভেড়া বিক্রয় শুরু হয়েছে। এসকল পশু জবাইয়ের জন্য ৮টি কসাইখানা প্রস্তুত রয়েছে।
আল আক্কাসী আরও বলেন, পশু বিক্রয়ের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হয়েছে। স্থানগুলো হচ্ছে মক্কা ও মদিনার নিকটবর্তী পশুর হাট, মাশায়ারা মুকাদ্দেস, স্থাল-জল ও আকাশ পথের প্রবেশ স্থল এবং মক্কা ও মদিনার আল মুতামার, জামিয়াতে হজ এবং রাজিহি ব্যাংকের সকল শাখা।
iqna



captcha