
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ বুধবার ৬ই সেপ্টেম্বর ধর্মীয় নগরী কোমস্থ হযরত ফাতেমা মাসুমার (আ.) মাজারের সন্নিকটে মসজিদে আজামে উচ্চতর আলেমদের ধর্মতত্ত্বের ক্লাসে বলেন: আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি অপরিসীম নেয়ামত ও অনুগ্রহ দান করেছেন। এখন বান্দাদের দায়িত্ব হচ্ছে এ সব নেয়ামতের জন্য আল্লাহর প্রতি শোকরগুজার থাকা বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আর যদি এমনটি করা হয় তবে আল্লাহ তার বান্দাদের প্রতি নেয়ামতকে আরও বৃদ্ধি করে থাকেন।
তিনি বলেন: আজ ইরানের ইসলামি বিপ্লব এবং ইসলামি হুকুমত এ জাতির জন্য অন্যতম বড় নেয়ামত। কেননা ইসলামি বিপ্লব ইরানি জাতিকে সম্মান ও মর্যাদা দিয়েছে। আজ আমরা আমেরিকা ও কোন কুফরি শক্তির কাছে মাথানত করি না।
হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মুসলমানের উপর দেশটির সামরিক বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বলেন: আজ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর যে নৃশংসতা ও বর্বরতা চলতে তা মানবেতিহাসকে কলঙ্কিত করেছে। কিন্তু তারপরও তথাকথিত বিশ্বের মোড়লরা নীরব রয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে পৃথিবীর প্রায় ৫৫টির বেশি মুসলমান সরকার প্রধানও এমন বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কোন ভূমিকা রাখতে না।
iqna