IQNA

নিন্দা না জানিয়ে বরং সৌদি পত্রিকায় সুচিকে সমর্থন

17:39 - September 10, 2017
সংবাদ: 2603799
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দৈনিক পত্রিকা আল-শার্ক, আল-আওসাত রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারে যে গণহত্যা, নির্বিচারে নির্যাতন ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ চলছে, তার জন্যে নিন্দা না জানিয়ে বরং দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সুচিকে সমর্থন করেছেন। এ দুটি পত্রিকার নিবন্ধে বলা হয়েছে, সুচি সরবার যথাসাধ্য চেষ্টা করছে। সুচি বলেছেন, তার সরকার রাখাইনে সবাইকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা করছেন।
নিন্দা না জানিয়ে বরং সৌদি পত্রিকায় সুচিকে সমর্থন
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের এ দুটি পত্রিকায় রোহিঙ্গা মুসলমানদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। এ দুটি পত্রিকা লন্ডন, বৈরুত ও রিয়াদ থেকে প্রকাশিত হয়। সুচিকে সমর্থন জানিয়ে পত্রিকা দুটি বলে মিয়ানমারের এই নেত্রী তার দেশে সন্ত্রাস দমনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। মিয়ানমার সরকারের প্রতিও সমর্থন জানায় পত্রিকা দুটি।
পত্রিকা দুটির নিবন্ধে আরো বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তারা সন্ত্রাসী।-আইইউভিএম প্রেস /এমটিনিউজ২৪
captcha