IQNA

ইমাম হুসাইন (আ.)এর আজাদারী পালনের জন্য বুলগেরিয়ায় প্রস্তুতি গ্রহণ + ছবি

23:10 - September 20, 2017
সংবাদ: 2603880
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন পবিত্র মুহাররম উপলক্ষে বুলগেরিয়ায় ইরানী কালচারাল অ্যাটাশের হুসাইনিয়ায় প্রস্তুতি গ্রহণ চলছে।
ইমাম হুসাইন (আ.)এর আজাদারী পালনের জন্য বুলগেরিয়ায় প্রস্তুতি গ্রহণ
বার্তা সংস্থা ইকনা: প্রতি বছর উপলক্ষে বুলগেরিয়ায় ইরানী কালচারাল অ্যাটাশের হুসাইনিয়ায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুহাররম মাসে শোকানুষ্ঠান পালিত হয়। আজাদারী তথা শোকানুষ্ঠান পালনের জন্য হুসাইনিয়া কালো কাপড়ে সাজানো হয়েছে।
ইরানী কালচার কাউন্সিলার 'মুহাম্মাদ আলী কিয়ানী' বলেন: এ বছরে ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠান ইরানী কালচারাল অ্যাটাশে ও ইরানী দূতাবাস উদ্যোগে এবং আন্তর্জাতিক ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ উন্নয়ন সংস্থার সহযোগিতায় কালচারাল কাউন্সিলারের হোসাইনিয়াতে অনুষ্ঠিত হবে। বুলগেরিয়ায় বসবাসরত ইরানী নাগরিক এবং আহলে বাইয়েতের (আ.) ভক্তদের উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মুহাম্মাদ আলী বলেন: শোকানুষ্ঠান দশ দিন যাবত অব্যাহত থাকবে। শোকানুষ্ঠানে বক্তৃতা পেশ করবেন মুহাম্মাদ রেজা জব্বারান এবং মর্সিয়া ও মাদ্দাহী পরিবেশন করবেন মাহদী সাইফী। রবিবার (২৪শে সেপ্টেম্বর) থেকে শোকানুষ্ঠান শুরু হবে।
iqna






captcha