IQNA

ঢাকায় আশুরার তাজিয়া মিছিলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ডিএমপি: আছাদুজ্জামান

16:43 - September 28, 2017
সংবাদ: 2603937
আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, "পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু হলে সেটাকে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে। মিছিলটা চারপাশ দিয়ে ঘিরে রাখবে আইনশৃংখলা বাহিনী; যাতে পথে কোনো ব্যক্তি ঢুকতে বা বের হতে না পারে। যে রুটে মিছিল হবে সব রোডে পুলিশ ব্যারিকেড ও পাহারা থাকবে। গোয়েন্দা নজরদারি থাকবে। সব অপতৎপরতা বন্ধে আগে থেকেই গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।"

বার্তা সংস্থা ইকনা: আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে রাজধানীর বকশিবাজারের হোসেনি দালান ইমামবাড়ার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজধানীর প্রধান তাজিয়া মিছিল এ ইমামবাড়া থেকে বের হয়। ২০১৫ সালে বোমা হামলার কারণে গেল বছর থেকে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

ডিএমপি কমিশনার আরও বলেন, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ইমামবাড়ায় দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবার এখন পর্যন্ত কোনও অঘটন ঘটেনি। ১০ মহররমকে ঘিরে বড় ধরনের তাজিয়া মিছিল হবে। সেটাকে নিরাপদ করার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। মিছিলে সব ধরনের ঢাল-ছুরি নিষিদ্ধ করা হয়েছে। তারা যে নিশান ব্যবহার করেন তা যেন ১২ ফুটের বেশি না হয়, সেই নির্দেশ দেয়া হয়েছে। ইমামবাড়াগুলোতে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে লাগানো হয়েছে। ইমামবাড়া কিংবা তাজিয়া মিছিলে ঢুকতে তল্লাশির মুখোমুখি হতে হবে।
হোসনি দালানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

তিনি আরও জানান, ডিএমপির পক্ষ থেকে তাজিয়া মিছিল এবং শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে ফায়ার সার্ভিস থাকবে। মিছিল যাতে সময় মতো শুরু ও শেষ হয় সেই ব্যবস্থা নেয়া হয়েছে। শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আশুরা ও পূজা একই সময়ে হওয়ায় কিছু বিষয়ে সমন্বয় করতে হচ্ছে।

তাজিয়া মিছিলের রুট সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর ৮ মহরম সন্ধ্যা সাড়ে ৬ টায় হোসাইনী দালান ইমামবাড়া থেকে শোকমিছিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে পবিত্র আশুরা উদযাপন শুরু হবে। একইদিনে রাজধানীর বড় কাটারা ইমামবাড়া, শিয়া ইসনা আশআরি  ইমামবাড়া, বিবিকা রওজা থেকে যথাক্রমে রাত ৮ টা ও দুপুর দেড়টায় শোকমিছিল শুরু হবে।
তাজিয়া মিছিল (ফাইল ফটো)

২০১৫ সালে তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে কমিশনার জানান, কাউন্টার টেরোরিজম ইউনিট এ মামলার চার্জশিট দিয়েছে। কিছু আসামি গ্রেফতার হয়েছে। কিছু আসামি বিভিন্ন অভিযানে নিহত হয়েছে।

এদিকে, নির্বিঘ্নে দুর্গাপূজা ও পবিত্র আশুরা পালনে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পরিস্কার বলতে পারি, পূজা কমিটি ও শিয়া মুসলমান নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কখন, কিভাবে তারা তাদের অনুষ্ঠান পরিচালনা করবেন সেই সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী, গোয়েন্দারা তৎপর রয়েছে। কোন ধরনের অসুবিধা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
captcha