IQNA

কুর্দিস্তানের বিচ্ছিন্নতার বিরোধিতা করলেন গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি

13:44 - September 30, 2017
সংবাদ: 2603957
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের অত্যন্ত প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার বিরোধিতা করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, একতরফা এই পদক্ষেপ নেতিবাচক পরিণতি ডেকে আনবে।
কুর্দিস্তানের বিচ্ছিন্নতার বিরোধিতা করলেন গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ সিস্তানির পক্ষে তাঁর প্রতিনিধি আহমাদ আস-সাফি গতকাল (শুক্রবার) পবিত্র কারবালা নগরীতে জুমা নামাজের খোতবায় বলেছেন, শীর্ষ ধর্মীয় নেতা চান যে, কুর্দিস্তান আঞ্চলিক সরকার সংবিধানের পথে ফিরে আসুক। আয়াতুল্লাহ সিস্তানি তার বাণীতে আরো বলেছেন, "ইরাকি জনগণকে বিভক্ত করার পরিণতি হবে মারাত্মক এবং বিচ্ছিন্নতার এই পদক্ষেপ বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দেবে। এছাড়া, দেশী-বিদেশী যে প্রতিক্রিয়া আসবে তার শিকার হবেন আমাদের প্রিয় কুর্দি নাগরিকরা।"
তিনি বলেন, কুর্দিস্তানের গণভোট ইরাকি জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা এবং দেশের উত্তরাঞ্চলকে নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র। কিন্তু সব দলেরই দেশের সংবিধান মেনে চলা উচিত। পাশাপাশি আয়াতুল্লাহ সিস্তানি ইরাক সরকার ও দেশটির সংসদকে কুর্দি জনগণের অধিকার সংরক্ষণ করার আহ্বান জানান।
iqna

captcha