IQNA

আমরা কিভাবে ইমাম মাহদীর জন্য গর্ব হতে পারব?

13:31 - October 08, 2017
সংবাদ: 2604011
যে ইমাম মাহদীর অনুসারী এবং তার আবির্ভাবের অপেক্ষায় রয়েছে তার আচার ব্যবহার ও চরিত্র এত ভাল হতে হবে যে, সবাই যেন তাকে দেখে ইমামের প্রতি আকৃষ্ট হয়। এমন অনুসারীকে নিয়ে ইমাম মাহদী গর্বিত হন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষের কথা বলার ধরন তার ভদ্রতার পরিচয় বহন করে। যে ব্যক্তি যত ভদ্রতার সাথে কথা বলবে সে তত বেশী বুদ্ধিমান ও ভদ্র। মাওলা আলী(আ.) বলেছেন: لا أدَبَ لِیَسّئ ِالنُّطق ِ؛ যে মন্দ কথা বলে তার মধ্যে ভদ্রতা নেই।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: «مَعاشِرَ الشیعة! کونوا لَنا زَیناً ولا تکونوا عَلَینا شَیناً، قولوا لِلنّاسَ حَسَناً وَ احفَظُوا ألسِنَتَکُم و کُفّوها عَنِ ِالفُضول ِ و قبیح ِ الکلامِ؛ হে আমাদের শিয়ারা! তোমরা আমাদের জন্য গর্বের কারণ হয়ো, তোমাদের খারাপ কথা ও আচরণের মাধ্যমে আমাদের অপমানের কারণ হয়ো না। তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে এবং সকল প্রকার খারাপ, অশ্লীল ও অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে।

শিয়াদের আচরণকে মানুষ তাদের ইমামদের উপর বর্তায়। তাই যদি শিয়ারা ভাল কথা বলে ও ভদ্র আচরণ করে তাহলে তারা ইমামদের জন্য গর্ব হবে আর যদি কটু কথা বলে ও অভদ্র আচরণ করে তাহলে তার ইমামদের জন্য লজ্জার কারণ হবে।

ইমাম সাদিকের সাথে একদল শিয়া সাক্ষাত করতে আসলে বিদায় দেয়ার সময় ইমাম তাদেরকে বলেন: হে আমার শিয়ারা তোমরা তাকওয়া অর্জন করবে, গোনাহ থেকে দূরে থাককে এবং মানুষের সাথে ভাল আচরণ করবে। যাতে সবাই বলে ইমাম সাদিকের অনুসারীরা কত ভার মানুষ এবং এর মাধ্যমে তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে।

ইমাম জাফর সাদিক(আ.) আরও বলেন: তোমাদের সাথিদের সাথে কখনোই যেন খারাপ আচরণ না কর, কটু ভাষা ব্যবহার না কর বরং সর্বদা তাদের সাথে ভাল আচরণ করবে। এমনকি তারা যদি সুন্নি এবং তোমাদের বিরোধীও হয়ে থাকে। শাবিস্তান
captcha