IQNA

মুসলিম গ্রাহককে গ্রহণ করার দায়ে চীনের হোটেলে জরিমানা

17:49 - October 12, 2017
সংবাদ: 2604046
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উইগুর শহরের মুসলমানকে হোটেলের কক্ষ ভাড়া দেয়ার অভিযোগে সেদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শেনঝেন শহরের একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।
মুসলিম গ্রাহককে গ্রহণ করার দায়ে চীনের হোটেলে জরিমানা

বার্তা সংস্থা ইকনা: হোটেলের এক কর্মচারী জানিয়েছে, স্থানীয় পুলিশ উইগুর শহরের মুসলমানদের হোটেলের থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হোটেলের কর্তৃপক্ষে জরিমানা করে।

চীনের কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেস নতুন এক আইন পাশ হয়েছে। এই আইনে উইগুর মুসলমানদের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেগুলো পুলিশ বিভাগ নিয়ন্ত্রিত করবে।

এই আইন পাশ হওয়র পর থেকে সেন গিয়াঙ্গ প্রদেশে যদি কেউ হোটেলে রাত্রি যাপন করতে চাই তাহলে তার সাথে অবশ্যই পরিচয় পত্র থাকতে হবে এবং পরিচয় পত্রের মাধ্যমে যদি যানা যায় যে, ব্যক্তিটি উইগুরের মুসলমান তাহলে তাহলে তাকে সেই হোটেলে থাকবে দেবে না।

চীনের উত্তর পশ্চিমাঞ্চলের উইগুরের মুসলমানেরা তুরস্কের মুসলমানদের আত্মীয়, তারা সেন গিয়াঙ্গ অথবা পূর্ব তুর্কিস্তানে জীবন যাপন করে।

ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের প্রয়াসে ৬০ বছর ধরে চীনের উইঘুরের 35 মিলিয়ন মুসলিম বৈষম্যের স্বীকার হচ্ছে। ২০০৯ সালে পর থেকে মুসলমানদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী সহিংসতামূলক আচরণ শুরু করেছে।

iqna


captcha