IQNA

অধিকৃত ফিলিস্তিনীতে পবিত্র কুরআনের অবমাননা

18:54 - October 26, 2017
সংবাদ: 2604168
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনীর আল-জালিল শহরের কফরকোনা এলাকায় পবিত্র কুরআনের অবমাননার কারণে স্থানীয় অধিবাসীদের মধ্যে উদ্বেগ ও ক্রোধ দেখা দিয়েছে।
অধিকৃত ফিলিস্তিনীতে পবিত্র কুরআনের অবমাননা
বার্তা সংস্থা ইকনা: কফরকোনে ডাস্টবিনে পবিত্র কুরআনের পুরাতন পাণ্ডুলিপি এবং পৃষ্ঠা সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ ফেলার কারণে স্থানীয় অধিবাসীদের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কফরকোনের এক আরব বাসিন্দা মোহাম্মদ এভেদাহ বলেন: পবিত্র কুরআন ছাড়াও ধর্মীয় প্রবন্ধ ও গ্রন্থসমুহও এই ডাস্টবিনে ফেলা হয়েছে।
তিনি বলেন: এধরণের কাজে ফলে স্থানীয় অধিবাসীদের মধ্যে উদ্বেগ ও ক্রোধ দেখা দিয়েছে। আমি মনে করি পবিত্র কুরআনের প্রতি অজ্ঞতা থাকার ফলে এধরণের কাজ করা হয়েছে।
মোহাম্মাদ এভেদাহ বলেন: আমাদের নিকটে থাকা পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি এবং গ্রন্থ সমূহ যেগুলো পড়ার উপযোগী নয়, সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়া যুক্তিসংগত নয়। যদি কেউ এধরণের কাজ করে তাহলে সেটা অবমাননাকর কাজ হবে। আর সেটা আমরা কখনই মেনে নেব না।         
সর্বশেষে তিনি পিতা-মাতাদের নিকট আহ্বান জানিয়েছেন, তারা যেনো খেয়াল রাখে তাদের সন্তানরা যেখানে সেখানে গ্রন্থসমূহ ও পবিত্র কুরআনের পাণ্ডুলিপি না ফেলে।
iqna




captcha