IQNA

জার্মানে মসজিদের অবমাননা

20:28 - October 28, 2017
সংবাদ: 2604186
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের ফ্রাঙ্কফুর্ট শহরে নবনির্মিত একটি মসজিদে শুকরের কাটা মাথা নিক্ষেপ করেছে ইসলাম বিদ্বেষীরা।
জার্মানে মসজিদের অবমাননা
বার্তা সংস্থা ইকনা: পুলিশের মুখপাত্র জানিয়েছেন গত সোমবার (২৪শে অক্টোবর) এই ঘটনাটি ঘটে। তুরস্কের মুসলিম আঞ্জুমানের পক্ষ থেকে মসজিদটির নির্মাণ কাজ চলছিলো। তুরস্কের এই সংস্থাটি জার্মানে প্রায় ৯০০টি মসজিদ নির্মাণ করেছে।
জার্মানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্থার গবেষণা অনুযায়ী সেদেশে ২০১৫ সাল থেকে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম চারগুণ বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে জার্মানের মসজিদসমূহ ও ইসলামিক সংস্থাগুলো ইসলাম বিদ্বেষীদের হামলার সম্মুখীনে অবস্থান করছে।
iqna




captcha