IQNA

কিভাবে ঐ ইমামের সাথী হব যিনি এখনও আবির্ভূত হন নি?

22:43 - November 07, 2017
সংবাদ: 2604265
ইমাম মাহদীর আবির্ভাবের বিষয়টি কুরআন ও হাদিস দারা প্রমাণিত। সুতরাং ইমাম মাহদী(আ.) অন্তর্ধানে রয়েছেন এবং আমরা তার প্রকৃত অনুসারী হওয়ার মাধ্যমে ও তার উদ্দেশ্যের পথে চলার মাধ্যমে তার সাথী হতে পারি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী হচ্ছেন বিশ্বজনীন সংস্কারক তিনি আবির্ভূত হয়ে দুনিয়া থেকে অন্যায় অত্যাচার দূর করবেন এবং ন্যায়নীতি প্রতিষ্ঠিত করবেন। তিনি ন্যায় কাজের আদেশ দিবেন এবং অন্যায় কাজে বাধা দিবেন। ইমাম মাহদীর অনুসারী হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সৎ পথে চলা এবং অসৎ পথ থেকে দূরে থাকা।

ইমাম মাহদী হচ্ছেন বান্দাদের মঙ্গলকামী, আল্লাহর দ্বীনের প্রহরী এবং সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশী জ্ঞানী কেননা তাকে স্বয়ং মহান আল্লাহ তায়ালা উক্ত জ্ঞান দান করেছেন। আর এ কারণেই তাঁর জ্ঞান হবে সকলের চেয়ে বেশী।

ইমাম রেজা (আ.) ইমামদের সনাক্তকরণের জন্য কয়েকটি গুণাবলি উল্লেখ করেছেন যেমন: ইমাম যেন সকলের চেয়ে বেশী জ্ঞানী, দৃঢ়, পরহেজগারি, সর্বোত্তম, সাহসী, দানশীল, জন্মগতভাবে যেন তার খাৎনা করা থাকে, পাক পবিত্র জন্মলাভ করে, তিনি যেন তাঁর পিছনের মানুষকেও দেখতে পান, তাঁর যেন কোন ছায়া না থাকে, যখন সে জন্ম নিবে তখন যেন সেজদারত অবস্থায় থাকে এবং জন্মলাভের সাথে সাথে যেন কলেমা শাহাদত উচ্চারণ করে, যখন বাহ্যিকভাবে তার চোখ বন্ধ থাকবে তখন যেন তার অন্তর জাগ্রত থাকে, তাঁর শরীর থেকে মেশক অম্বরের সুঘ্রাণ ছড়াবে, তিনি মানুষের জন্য তাদের বাবা মা’এর চেয়ে বেশী দয়ালু হবেন।

খোদার দরবারে তিনি সকলের চেয়ে বেশী বিনয়ী হবেন, তিনি আল্লাহর সকল নিয়ম কানুনের উপরে আমল করবেন, তাঁর কৃত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, রাসুল (সা.)’এর যুদ্ধের অস্ত্র তাঁর কাছে থাকবে, যে পুস্তকে আহলে বাইতের সকল বন্ধু এবং শত্রুদের নাম লিখা রয়েছে তা তাদের কাছে থাকবে, অনুরূপভাবে জাফরে আকবর এবং জাফরে আসগর তাদের কাছে থাকবে এবং হযরত ফাতেমা (সা.আ.)’এর সহীফাও তাঁর কাছে থাকবে। শাবিস্তান
captcha