IQNA

জিয়ারতকারীদের উপর সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ

16:01 - November 09, 2017
সংবাদ: 2604276
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ওয়াসিত প্রদেশের আস-সাভিরা অঞ্চলের নিরাপত্তা কমিটি জানিয়েছে, এই প্রদেশের উত্তরাঞ্চলের একটি ব্রিজের নিকটে ইমাম হুসাইন (আ.)এর জিয়ারতকারীদের উপর সন্ত্রাসীরা হামলার চালানোর চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা কর্মীরা সোচ্চার থাকার ফলে সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা ব্যর্থ হয়।
জিয়ারতকারীদের উপর সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ
বার্তা সংস্থা ইকনা: আস সাভিরারের নিরাপত্তা কমিটির প্রধান "মাকসাদ আল-আজালী এক বিবৃতিতে বলেন: ইরাকের নিরাপত্তা কর্মী আজ (৯ম নভেম্বর) ওয়াসিত প্রদেশের আস-সাভিরা অঞ্চলের ব্রিজের নিকটে সন্ত্রাসীরা বোমা হামলা করতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তা কর্মীরা সোচ্চার থাকার ফলে সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা ব্যর্থ হয়।
তিনি বলেন: নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে সন্ত্রাসীদের হামলা নস্যাৎ করেছে। এই অপারেশনে কেউ হতাহত হয়নি।
উল্লেখ্য, আরবাইন উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর থেকে জায়েরগণ পায়ে হেটে নাযাফে ইমাম আলী (আ.)এর মাযারে আসেন এবং পরবর্তীতে ইমাম হুসাইন (আ.)এর আরবাইন পালনের জন্য পুনরায় নাযাফ থেকে পায়ে হেটে কারবালায় পৌঁছান। এসময় সন্ত্রাসীরা যায়েরদের উপর হামলা আপ্রাণ চেষ্টা করে। কিন্তু ইরাকের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার কারণে সন্ত্রাসীরা সফল হতে পারে না।
iqna




captcha