বার্তা সংস্থা ইকনা: ৪৫ বছরের মুসলিম নাগরিক মানাত হামিৎকে চিনের আদালত ১৬ বছর ৬ মাস কারাদণ্ড দণ্ডিত করেছে। এই মামলার বিরুদ্ধে আপীল করার অধিকারও তাকে দেয়া হয়নি।
মানাত হামিৎ চীনের প্রতিবেশী দেশ কাজাখিস্তানে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বোন কাজাখিস্তানে বসবাস করছেন। এ ব্যাপারে তার বোন বলেন: আমার ভাইকে সাহায্য করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু চীনের কর্তৃপক্ষ তার ব্যাপারে কোন তথ্য আমদেরকে দিচ্ছে না। এমনটি তার পক্ষে কোন উকিলকে নিয়োগ করতেও দিচ্ছে না।
তিনি বলেন: আমাদের নিকট আনুষ্ঠানিক ভাবে কোন নোটিশ আসেনি। মানাত হামিৎকে ১৬ বছর ৬ মাস কারাদণ্ড দণ্ডিত করার পর আমরা ব্যাপারটি বুঝতে পারি। আমাদের বলা হয়েছে, তার জন্য উকিল নিয়োগ করা হয়েছে; কিন্তু আমারা অনেক চেষ্টা করেও তার সাথে কোন যোগাযোগ করতে পারিনি।
প্রথমে তাকে অডিও বার্তা ও সন্ত্রাসীদের ছবি প্রচার এবং জাতিগত ঘৃণা ও জাতিগত বৈষম্য সৃষ্টি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পরিবার ও উকিলের সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি।
একটি তথ্য সূত্রের প্রতিবেদন অনুযায়ী, চীনের কর্তৃপক্ষ সেদেশে বসবাসরত কাজাখিস্তানের সংখ্যালঘু মুসলিম এবং সেদেশের উইঘুর রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের দমন করার জন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছে।
এই মাসে চীনা কর্মকর্তারা কাজাখিস্তানের শতাধিক নাগরিককে গ্রেফতার করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করেছে। সন্ত্রাসবাদ ও চরমপন্থির সাথে রয়েছে বলে অভিযোগ এনে তাদেরকে দমন করছে।