IQNA

ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের জন্য ইমাম সাদিকের ক্রন্দনের ঘটনা

5:01 - December 06, 2017
সংবাদ: 2604490
সাদিব সাইরাফি বলেন, আমরা কয়েক জন ইমাম জাফর সাদিকের বাড়িতে গিয়ে দেখে তিনি মাতিতে বসে মা হারা মানুষের মত ক্রন্দন করছেন এবং তার চেহারায় শোকের ছায়া নেমে এসেছে।

ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের জন্য ইমাম সাদিকের ক্রন্দনের ঘটনা

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমামের চোখের পানিতে তার পোশাক ভিজে গেছে এ অবস্থায় ইমাম বলছেন: হে আমার মাওলা আপনার অন্তর্ধানের বিষয়টি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, দুনিয়াটা আমার কাছে অন্ধকার হেয় গেছে। আর আমার কোন শান্তি ও সান্ত্বনা নেই।

সাদির বলেন: আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, হে ইমাম আপনি কার জন্য এভাবে ক্রন্দন ও বিলাপ করছেন?

ইমাম সাদিক(আ.) দীর্ঘ শ্বাস ফেলে বললেন: আজ সকালে জাফর গ্রন্থটি অধ্যয়ন করার সময় দেখলাম: সেখানে ইমাম মাহদীর দীর্ঘ অন্তর্ধান ও মু’মিনদের নানা কষ্ট ও পরীক্ষার বিষয়ে লেখা রয়েছে। ঐ সময়ে যুগের ইমামের অন্তর্ধান দীর্ঘ হওয়ার কারণে বহু মানুষ ঈমান হারাবে এবং ধৈর্য হারা হয়ে বিপথে চলে যাবে। আর এসব বিষয় চিন্তা করেই ক্রন্দন করছিলাম।

অন্তর্ধানের একশ বছর পূর্বে যদি ইমাম সাদিক(আ.) এভাবে কাঁদেন তাহলে আমাদের কিভাবে ব্যাকুল হয়ে কাঁদতে হবে তা আর বলা অপেক্ষা রাখে না। আর এজন্যই ইমাম মাহদী(আ.) বলেছেন: أَکْثِرُوا الدُّعَاءَ بِتَعْجِیلِ الْفَرَج আমার আবির্ভাবের জন্য বেশী করে দোয়া কর, কেননা আমার আবির্ভাবের মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে।শাবিস্তান

captcha