IQNA

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে রাশিয়া-তুরস্ক

23:49 - December 23, 2017
সংবাদ: 2604625
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে রাশিয়া ও তুরস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ ব্যাপারে একমত হয়েছেন।



বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আর কোনো ফিলিস্তিন-ইসরাইল শান্তিচুক্তি না মানার ঘোষণা দেয়ার পর গতকাল শুক্রবার তারা এই ঐকমত্যের ঘোষণা দেন।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের প্রস্তাব জাতিসংঘ প্রত্যাখ্যান করার পরপরই রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন।

রাশিয়ার ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

তারা নিশ্চিত করেছেন যে, আন্তর্জাতিক রীতি-নীতির ভিত্তিতেই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে সহায়তা করে যাবে তাদের দেশ দুটি। এ ক্ষেত্রে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে ফিলিস্তিনি জনগনের অধিকারের বিষয়টিকেও অগ্রাধিকার দেয়া হবে।

১৯৬৭ সালে ৬দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল যে ভুমি দখল করেছে সেই ভুমি থেকেই ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্র সৃষ্টি করতে চায়।

রাশিয়া এবং তুরস্ক ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যেমনটা দিয়েছে জাতিসংঘের ৭০% সদস্য রাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিম ইউরোপ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। OURISLAM

captcha