IQNA

মুসলমান হওয়ার কারণে মার্কিন ছাত্রীর ওপর সহপাঠীদের নির্যাতন

22:33 - December 24, 2017
সংবাদ: 2604634
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ফ্লোরিডার একটি হাই স্কুলের ১৪ বছর বয়সী এক মুসলিম ছাত্রীকে বেধড়ক মারধর করেছে তার সহপাঠীরা। ওই মুসলিম ছাত্রীর বাবা শাকিল মুনশি বলেছেন, মুসলমান হওয়ার কারণেই তার মেয়েকে নির্মমভাবে আঘাত করা হয়েছে।

মুসলমান হওয়ার কারণে মার্কিন ছাত্রীর ওপর সহপাঠীদের নির্যাতনবার্তা সংস্থা ইকনা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার একটি মাধ্যমিক স্কুলের বাইরে পার্কের ভেতর এক মুসলিম কিশোরীকে বেদম মারপিট করছে তারই তিন সহপাঠী।

ভিডিওতে ফিল্মই স্টাইলে দুইজনকে কিল-ঘুষি ও আরেকজনকে লাথি মারতে দেখা যায়। হামলায় আহত শিক্ষার্থীর বাবা সাকিলি মুন্সী বলেছেন, তার মেয়ে ওদেরকে পাল্টা কোনো আঘাত করে নি। এরপরও দীর্ঘ সময় ধরে তার মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর আমেরিকায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে মুসলিম-বিদ্বেষী হামলা। বিভিন্ন সময় ট্রাম্পের ইসলামবিরোধী বক্তব্যের কারণে আমেরিকার শিক্ষার্থীদের মধ্যে কট্টর ও মুসলিমবিরোধী মনোভাব তৈরি হচ্ছে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা।

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স বা সিএআইআর হামলাকারীদের বিচার দাবি করেছে। সিএআইআর'র আইনজীবী ওমর সালেহ বলেছেন, মেয়ের মায়ের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন। তার মা জানিয়েছেন মেয়েটিকে এখন চিকিৎসা দিতে হচ্ছে।

আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিল নভেম্বর মাসে "মুসলিম শিক্ষার্থীদের প্রতি অত্যাচার এবং অনতিবিলম্বে এর নির্মূল অনস্বীকার্য" নামে এক প্রতিবেদন বের করেছে। এই প্রতিবেদনে উল্লেখ করেছে, আমেরিকায় মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ শিক্ষার্থী শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে অন্যদের হাতে অপমানিত এবং অসম্মানিত হতে হয়।

এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসলাম ধর্ম সম্পর্কে বিরক্তিকর মন্তব্যসমূহ অধিকাংশ সময়ে স্কুলের শিক্ষক, সহপাঠী, কর্মী ও স্কুল কর্তৃপক্ষরাই করে থাকেন।

iqna

 

 

 

captcha