IQNA

ইসলামী বাজারের প্রশংসাই তাইওয়ানীরা + ছবি

16:07 - December 28, 2017
সংবাদ: 2604669
আন্তর্জাতিক ডেস্ক: চীনা মুসলিম এসোসিয়েশনের ৮০তম বার্ষিকীর স্মৃতিচারণে তাইওয়ানের রাজধানী তাইপের দ্যান নামক এলাকার একটি পার্কে ইসলামী বাজারের আয়োজন করেছে।

ইসলামী বাজারের প্রশংসাই তাইওয়ানীরা
বার্তা সংস্থা ইকনা: এই ইসলামী বাজারটি ২৩শে ডিসেম্বর তাইপে তথ্য ও পর্যটন ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে চীনা মুসলমানদের সংস্কৃতির সাথে তাইওয়ানের জনগণের পরিচয় করানো।
ইসলামী বাজারে বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জন মুসলিম বিক্রেতা তাদের পণ্য সমূহ উপস্থাপন করেছেন। মধ্য এশিয়ার বিভিন্ন দেশসহ ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকা প্রতিনিধিরা এই ইসলামী বাজারে অংশগ্রহণ করেছে। গহনা, কারুশিল্প এবং হস্তশিল্প হালাল ফুডস সহ অন্যান্য হালাল দ্রব্য এই ইসলামী বাজারে উপস্থাপন করা হয়েছে। তাইওয়ানের জনগণের এই বাজারের ব্যাপক স্বাগত জানিয়েছে।
সাংস্কৃতিক পণ্যসমূহের স্টলে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। বিশেষকরে নারীদের হাতে ডিজাইন সহকারে মেহদী দেয়া এবং আরবিতে নাম লেখার স্টলসমূহে অধিক ভিড় পরিলক্ষিত হয়েছে।
এছাড়াও মরক্কো, তুরস্ক এবং ইরানের সাংস্কৃতিক পণ্যের স্টলেও দর্শনার্থীদের উপচে পরা ভিড় ছিলো
মুসলিম কমিউনিটি ম্যানেজমেন্ট সুপারভাইজার ইউ চেং তাই বলেন: ইসলাম ধর্ম সম্পর্কে তাইওয়ানের অনেক কোন ধারণা নেই। এমনটি অনেক মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা বিরাজ করছে। তবে এই ইসলামী বাজারের মাধ্যমে কিছুটা হলেও এই সমস্যার সমাধান হয়েছে।
তিনি বলেন: ইসলাম সম্মানের ধর্ম। অনেক মনে করে মসজিদে প্রবেশ করা অসম্ভব। অথচ মসজিদ এমন একটি পবিত্র স্থান যেখানে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মাধ্যমে অমুসলিমদের ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিত করা সম্ভব।
iqna

captcha