বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ আন্দোলনের ফ্রন্ট লাইনে থাকার কারণে আমেরিকা একের পর এক ষড়যন্ত্র করছে বলে তিনি জানান। আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা ভেবেছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থনের মাধ্যমে তারা ইসলামি সরকার ব্যবস্থার ক্ষতি করতে পারবে, কিন্তু সচেতন ইরানি জাতি নতুন বীরত্বগাথা সৃষ্টির মাধ্যমে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
তিনি বলেন, ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দেয়ার ক্ষেত্রে আমেরিকা, সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল প্রতিযোগিতায় নেমেছিল। সাম্প্রতিক বিশৃঙ্খলার মূল পরিকল্পনাকারী হলো আমেরিকা। আর এর পেছনে অর্থ ঢেলেছে সৌদি আরব।