IQNA

ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির মূল পরিকল্পনাকারী হচ্ছে আমেরিকা: আয়াতুল্লাহ খাতামি

19:48 - January 05, 2018
সংবাদ: 2604730
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে একের পর এক পরাজয়ের পর আমেরিকা এখন ইরানের ক্ষতি করার জন্য নতুন উপায় খুঁজছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির মূল পরিকল্পনাকারী হচ্ছে আমেরিকা: আয়াতুল্লাহ খাতামি
বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ আন্দোলনের ফ্রন্ট লাইনে থাকার কারণে আমেরিকা একের পর এক ষড়যন্ত্র করছে বলে তিনি জানান। আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা ভেবেছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থনের মাধ্যমে তারা ইসলামি সরকার ব্যবস্থার ক্ষতি করতে পারবে, কিন্তু সচেতন ইরানি জাতি নতুন বীরত্বগাথা সৃষ্টির মাধ্যমে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দেয়ার ক্ষেত্রে আমেরিকা, সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল প্রতিযোগিতায় নেমেছিল। সাম্প্রতিক বিশৃঙ্খলার মূল পরিকল্পনাকারী হলো আমেরিকা। আর এর পেছনে অর্থ ঢেলেছে সৌদি আরব।

iqna

 

captcha