IQNA

ইহুদি ও খ্রিষ্টানদের জন্য ইসলামি পরিচিতি বিষয়ক ক্লাস

20:57 - January 07, 2018
সংবাদ: 2604741
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে মুসলমানদের সংখ্যা লক্ষণীয় হারে বৃদ্ধি, নিকটবর্তী ভবিষ্যতে খ্রিষ্টানদের চেয়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে করা ভবিষ্যদ্বাণী এবং ইউরোপে ভুল ব্যাখ্যার শিকার জনপ্রিয় এ ধর্মের পরিচিতি লাভের প্রয়োজনীয়তা পূর্বের যে কোন সময়ের চেয়ে অধিকভাবে দেখা দিয়েছে।

Lancaster Online এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: চলতি মাসে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া রাজ্যের ল্যাঙ্কাস্টার শহরে একটি ইহুদি উপাসনালয় ও ইঞ্জিল কলেজে ইসলাম পরিচিতি বিষয়ক ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ল্যাঙ্কাস্টার ইসলামি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ‘মুকাররাম সাইয়্যেদ’ শহরের ইহুদি উপাসনালয়ে ‘ইসলামি ঈমান এবং সামাজিক তৎপরতা’ শিরোনামের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।

এ কর্মসূচীর আয়োজক রবিন এডলার বলেন: মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা এবং ইসলাম ধর্মের প্রকৃত পরিচিতি তুলে ধরার লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

এদিকে ল্যাঙ্কাস্টার ইঞ্জিল কলেজে আয়োজিত কর্মসূচীতে ‘মুসলমানদের সাথে খ্রিষ্টানদের পারস্পারিক সম্পর্ক’ শীর্ষক বিষয় পর্যালোচিত হবে। যা ৪ সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইঞ্জিল কলেজের ইন্টার কালচার স্ট্যাডিজ ডিপার্টমেন্টের প্রধান এডওয়ার্ড শোয়েরম্যান বলেন: ছাত্রদের অনেকেই ইসলাম ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী। ওয়ার্ল্ড রিলিজিওন বিষয়ে আমার একটি ক্লাস রয়েছে। যাতে শিক্ষার্থীরা ইসলাম ধর্ম সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। আর এ কারণেই ইসলাম সম্পর্কে সৃষ্ট ভুল ধারণা দূর করার লক্ষ্যে আমরা এ কর্মসূচী হাতে নিয়েছি।#3679896

 

captcha