IQNA

হামাসের রাজনৈতিক বিভাগের সদস্য গুলিবিদ্ধ

16:42 - January 09, 2018
সংবাদ: 2604753
আন্তর্জাতিক ডেস্কঃ হামাসের রাজনৈতিক বিভাগের সদস্য এমান ইলমি আজ (৯ জানুয়ারি) গাজায় নিজের বাড়িতে ঢোকার সময় গুলিবিদ্ধ হয়েছেন।

রাশিয়া আল-ইয়াওমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: হামাস মুভমেন্টের কমান্ডার ফৌজি বারহুম এ সম্পর্কে জানিয়েছেন, হামাসের রাজনৈতিক বিভাগের সদস্য এমাদ ইলমি নিজের ব্যক্তিগত অস্ত্র খোঁজার জন্য বাড়িতে ঢোকার সময় মাথায় গুলিবিদ্ধ হন। তার অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন: তাকে গাজার শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামাসের রাজনৈতিক উইংয়ের অপর সদস্য খালিল হাইয়াহ এক সংবাদ সম্মেলনে এমাদ ইলমি’র অপারেশনের কথা উল্লেখ তার অবস্থা আশংকা জনক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।#3680644

 

captcha