IQNA

বিশ্ব স্বাস্থ্য সংস্থা:

ইয়েমেনে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু

14:29 - January 24, 2018
সংবাদ: 2604871
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে হয়েছে।

ইয়েমেনে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু
বার্তা সংস্থা ইকনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক রিপোর্টে প্রকাশ করেছে, গতমাস থেকে ইয়েমেনে ডিপথেরিয়া ছড়িয়ে পড়েছে। এই পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
এই আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের ১৯টি প্রদেশ এবং ১৩২টি শহরে পর্যবেক্ষণ করার পর ৭৬৯ জনকে এই রোগে আক্রান্তের সন্দেহে সনাক্ত করা হয়েছে।
এই রোগে সবথেকে বেশী আক্রান্ত হয়েছেন ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হাদিদা এবং এব প্রদেশের নাগরিকগণ।
এর পূর্বে এই বছরের শুরুতে কলেরা প্রাদুর্ভাবে ২২১৯ ইয়েমেনির মৃত্যু হয়েছে। এই রোগে ইয়েমেনের প্রায় দশ লাখ নাগরিক আক্রান্ত হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের আগ্রাসনের ফলে ইয়েমেনের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র বন্ধ থাকার জন্য প্রায় ১ কোটি ৫০ লাখ জন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছে। এছাড়াও প্রায় ৩০ লাখ ব্যক্তি বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত রয়েছে এবং আর্বনা নিষ্কাশন না হওয়ার ফলে তারা কলেরা রোগের ঝুঁকি সম্মুখীনে অবস্থান করেছে।
উল্লেখ্য, ডিপথেরিয়া শ্বাসযন্ত্রের ট্র্যাক্টের একটি গুরুতর রোগ। এটি একটি সংক্রামক রোগ। এরফলে গলা এবং স্বরযন্ত্রে স্ফবরেখার সৃষ্টি হয়। ডিপথেরিয়া আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যায়ে গলাব্যাথা, জ্বর, কাশি এবং ক্রাম্পিং সহ অন্যান্য আলামত দেখা দেয়। এই রোগ তীব্রতা দেখা দিয়ে হার্ট ডিজিজ, কিডনির ক্ষতি এবং হাত ও পায়ে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রোগটি ডিপথেরিয়া কোর নামের ব্যাকটেরিয়ায় কারণে হয়ে থাকে। সাধারণত গলা থেকে এই রোগের সূচনা হয়।
ডিপথেরিয়া কোর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়া ২ থেকে ৬ দিন পর এসব আলামত পরিলক্ষিত হয়।
iqna

 

captcha