IQNA

ইমাম মাহদী(আ.) আমাদের খবর রাখেন

20:07 - January 26, 2018
সংবাদ: 2604889
আমরা তোমাদেরকে ভুলে যাই না এবং সর্বদা তোমাদের খবর রাখি যদি এমন না হত তাহলে তোমাদের উপর অনেক বাল মুসিবত আসত এবং শয়তান তোমাদের উপর চেপে বসত।

ইমাম মাহদী(আ.) আমাদের খবর রাখেন
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) অতি দয়ালু এবং তিনি সর্বদা আমাদের খোজ খবর রাখেন। তিনি নিজেই বলেছেন: إِنَّا غَيْرُ مُهمِلِينَ لِمُرَاعَاتِكُم وَ لَا نَاسِينَ لِذِكْرِكُم وَ لَو لَا ذَلِكَ لَنَزَلَ. بِكُمُ اللَّأوَاءُ وَ اصطَلَمَكُمُ الْأَعدَاءُ؛ আমি তোমাদেরকে ছেড়ে দেই নি তোমাদের খেয়াল রাখি।

সুতরাং সকল বালামুসিবত এবং শয়তানের ধোঁকা থেকে ইমাম আমাদের হেফাজত করেন এবং তিনি আমার সুখ ও দুখের সাথী।

মাওলা আলী(আ.) বলেছেন: আমরা তোমাদের সুখে সুখী হই আর তোমাদের দুখে দুঃখ পাই।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: والله! لانا ارحم بكم منكم بانفسكم؛ আল্লাহর শপথ আমি তোমাদের প্রতি তোমাদের নিজেদের থেকেও বেশী দয়ালু ও দরদি।

ইমাম রেজা(আ.) বলেছেন: ما من احد من شیعتنا ولا یغتّم إلاّ اغتممنا لغمّه ولا یفرح إلاّ فرحنا لفرحه...؛ আমাদের শিয়াদের মধ্যে কেউ ব্যথিত হলে আমরাও ব্যথিত হই। আর তাদের আনন্দে আনন্দিত হই।

captcha