IQNA

মুসলিম ও আফ্রিকান আমেরিকানদের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র পুলিশ

20:26 - February 08, 2018
সংবাদ: 2605000
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম ও আফ্রিকান আমেরিকানদের কড়া নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র পুলিশ। বোস্টন শহরে ওই মুসলিম ও আফ্রিকান আমেরিকানদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েক হাজার পোস্টের ওপর অন্যায়ভাবে গোয়েন্দাগিরি চালানো হয়েছে। বুধবার ম্যাসাচুসেটস-ভিত্তিক যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টি ইউনিয়ন (এসিএলইউ) এসব তথ্য জানিয়েছে।

মুসলিম ও আফ্রিকান আমেরিকানদের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র পুলিশ


বার্তা সংস্থা ইকনা: ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজনীতি ও ধর্মসহ বিভিন্ন বিষয়ে অনলাইন মন্তব্যের ওপর পর্যবেক্ষণ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। যা করা হয়েছে বোস্টন পুলিশ বিভাগ (বিপিডি) জিওফিডিয়া নামে একটি নজরদারি ব্যবস্থা বা সফটওয়্যার দিয়ে।

এসিএলইউ এক বিবৃতিতে জানায়, বিপিডি সাধারণ মানুষের সাধারণ কথাবার্তাকে তাদের যৌক্তিক নজরদারির লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পুলিশের উচিত, মারাত্মক অপরাধগুলো প্রতিরোধ কিংবা সমাধানে যথাযথ ব্যবস্থা নেয়া।

-

captcha