IQNA

সেনেগালে ২১টি কুরআনিক স্কুল নির্মাণ করা হবে

0:13 - February 09, 2018
সংবাদ: 2605002
আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালের সরকার সেদেশের কেন্দ্রীয় শহর কাফ্রিনে ২১টি কুরআনিক স্কুল নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছে।

সেনেগালে ২১টি কুরআনিক স্কুল নির্মাণ করা হবে

 

বার্তা সংস্থা ইকনা: সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালী ইতিমধ্যে সেনেগালের কাফ্রিন শহরে (যা বিজ্ঞানের শহর নামে প্রসিদ্ধ) ১৮টি কুরআন স্কুল নির্মাণের জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করেছেন।

কাফ্রিন শহরের একাডেমীর প্রধান 'মাবা বা' এ ব্যাপারে বলেন: মৌলিক ও ধর্মীয় শিক্ষার উন্নয়নের জন্য এসকল স্কুল নির্মাণ করা হবে।

তিনি বলেন: এসকল স্কুলে ধর্মীয় ও কুরআনের ক্লাস ছাড়াও একাডিমিক্যাল ক্লাস যেমন: অংকের ক্লসাও নেওয়া হবে।

উল্লেখ্য, সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ, সেদেশের রাজধানী ডাকার। যদিও সেনেগাল কোন সুবিশাল দেশ নয় এবং কৌশলগত অবস্থানও ততটা গুরুত্বপূর্ণ স্থানেও এর অবস্থান নয়; তারপরও এই দেশটি আফ্রিকা মহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনেগালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই মুসলিম নাগরিক।    

iqna

 

 

captcha