বার্তা সংস্থা ইকনা: ২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইনের মংডু জেলার উত্তরাঞ্চলের এনগা খুরা পুলিশের তল্লাশি চৌকিতে হামলার দায়ে ৩০ রোহিঙ্গাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ঐ হামলার জের ধরে চার রোহিঙ্গাকে মৃত্যুদণ্ড এবং ২৬ জনকে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
অথচ এ পর্যন্ত চরমপন্থি বৌদ্ধ এবং সেদেশের সামরিক বাহিনীরা মিলে রোহিঙ্গা মুসলমানদের উপর অনেক পাশবিক অত্যাচার করেছে। তাদের অত্যাচারের ফলে অনেক রোহিঙ্গা নিহত এবং গৃহহীন হয়েছে। এখনও পর্যন্ত এর বিচার হয়নি।
মিয়ানমারের আদালতের বিচারক ইউনি লভিনের উদ্ধৃতি দিয়ে ইর্ভাদীর লিখেছে: আদালত যে রায় ঘোষণা করেছে তাতে ৪ জন রোহিঙ্গা মুসলমানের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে বলা হয়েছে।
মিয়ানমারের কমকর্তাগণ এসকল ব্যক্তিদের বিরুদ্ধে রাখাইনে নিরাপত্তা কর্মীদের উপর হামলার অভিযোগ এনেছে। অথচ যেসকল রোহিঙ্গা মুসলমানেরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা বলেছে, এসকল ব্যক্তিরা চরমপন্থি বৌদ্ধ এবং সামরিক বাহিনীদের পাশবিক হামলা, ধর্ষণ, শিশুদের হত্যা এবং রোহিঙ্গা মুসলমানদের ধন-সম্পদ লুণ্ঠন করার প্রতিবাদ করেছিলো।
iqna