IQNA

মিয়ানমারে ৪ রোহিঙ্গার মৃত্যুদণ্ড, ২৬ জনের কারাদণ্ড

19:55 - February 26, 2018
সংবাদ: 2605130
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে চার রোহিঙ্গা বিদ্রোহীকে মৃত্যুদণ্ড ও ২৬ জনকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০১৬ সালের অক্টোবরে দেশটির উত্তরাঞ্চলের রাখাইনে পুলিশের তল্লাশি চৌকিতে হামলার দায়ে শুক্রবার মংডু জেলার বিশেষ আদালত চার রোহিঙ্গাকে সর্বোচ্চ সাজা আর বাকীদের ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইনের মংডু জেলার উত্তরাঞ্চলের এনগা খুরা পুলিশের তল্লাশি চৌকিতে হামলার দায়ে ৩০ রোহিঙ্গাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ঐ হামলার জের ধরে চার রোহিঙ্গাকে মৃত্যুদণ্ড এবং ২৬ জনকে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
অথচ এ পর্যন্ত চরমপন্থি বৌদ্ধ এবং সেদেশের সামরিক বাহিনীরা মিলে রোহিঙ্গা মুসলমানদের উপর অনেক পাশবিক অত্যাচার করেছে। তাদের অত্যাচারের ফলে অনেক রোহিঙ্গা নিহত এবং গৃহহীন হয়েছে। এখনও পর্যন্ত এর বিচার হয়নি।
মিয়ানমারের আদালতের বিচারক ইউনি লভিনের উদ্ধৃতি দিয়ে ইর্ভাদীর লিখেছে: আদালত যে রায় ঘোষণা করেছে তাতে ৪ জন রোহিঙ্গা মুসলমানের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে বলা হয়েছে।
মিয়ানমারের কমকর্তাগণ এসকল ব্যক্তিদের বিরুদ্ধে রাখাইনে নিরাপত্তা কর্মীদের উপর হামলার অভিযোগ এনেছে। অথচ যেসকল রোহিঙ্গা মুসলমানেরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা বলেছে, এসকল ব্যক্তিরা চরমপন্থি বৌদ্ধ এবং সামরিক বাহিনীদের পাশবিক হামলা, ধর্ষণ, শিশুদের হত্যা এবং রোহিঙ্গা মুসলমানদের ধন-সম্পদ লুণ্ঠন করার প্রতিবাদ করেছিলো।
iqna

 

captcha